ক্যানিং-বারুইপুর রোডের উপর বড় দুর্ঘটনা, চলন্ত অটোর উপর ভেঙে পড়ল নির্মীয়মাণ বিল্ডিং। মৃত ১ আহত ৪, জোরকদমে চলছে উদ্ধারকাজ। দ্রুত আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক ৷ স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, রাস্তার পাশেই একটি বাড়ি তৈরি হচ্ছিল। পাশাপাশি এলাকায় রাস্তা সম্প্রসারণ ও নিকাশি নালার কাজ চলার কারণে নির্মীয়মান দোকানগুলিতে ভাঙার কাজ চালানো হচ্ছিল। এবার রেমালের দুর্যোগে নাগাড়ে বৃষ্টির জেরে মাটি নড়বড়ে হয়ে গেছে। বুধবার সকালেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বিল্ডিং। সেইসময় রাস্তা দিয়ে অটো – ভ্যান চলাচল করছিল। চলন্ত গাড়ির উপরেই বিল্ডিং ভেঙে পড়ে।
 
দুর্ঘটনায় কারও ফেটেছে মাথা, কারও আবার কপাল ফেটে রক্তাক্ত অবস্থা। জখম হন অটো ও ভ্যানে থাকা যাত্রীরা। পাশাপাশি দোকানে থাকা দু’জন ব্যক্তিও আহত হন। যুদ্ধকালীন তৎপরতায় ধ্বংসস্তূপ থেকে আটকে পড়াদের উদ্ধারের কাজে হাত লাগান স্থানীয়রা। স্থানীয়দের চোখে মুখে আতঙ্ক ধরা পড়েছে। আহত এক ব্যক্তি বলেন, “নিত্যদিন এই রাস্তা দিয়েই কাজে যাই ৷ আচমকাই চোখের সামনে হুড়মুড়িয়ে বিল্ডিং ভেঙে পড়ল। কিছু বুঝে ওঠার আগে সব শেষ।” পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছে ক্যানিং থানার পুলিশ ৷





 
 
 
 



































































































































