নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসে রাজ্য সরকার সরকারি ছুটি ঘোষণা করলেও আজও সেই স্বীকৃতি নেতাজিকে দেয়নি কেন্দ্রের মোদি সরকার। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজি মূর্তিতে মাল্যদান করে ফের বিজেপি ও মোদির নেতাজিকে নিয়ে করা রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


মঙ্গলবার শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দর বাসভবন পর্যন্ত রোড শো করেন নরেন্দ্র মোদি। বুধবার একই পথ পায়ে হেঁটে শোভাযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পদযাত্রার শুরুতে নেতাজি মূর্তিতে মাল্যদান করে মমতা বলেন, “প্রধানমন্ত্রী নির্বাচনের সময় লোক দেখাতে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে মাল্যদান করতে পারেন। তাঁর জন্মদিনকে আজ পর্যন্ত স্বীকৃতি দেননি। ২৩শে জানুয়ারি জাতীয় ছুটির দিবস আজও ঘোষণা হয়নি।”

সেই সঙ্গে নেতাজির অন্তর্ধান রহস্য নিয়েও কেন্দ্র সরকার কোনও পদক্ষেপ নেয়নি, বলে তোপ দাগেন তৃণমূল নেত্রী। সেই সংক্রান্ত সব ফাইল রাজ্যের পক্ষ থেকে কেন্দ্রের তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়া হলেও আজও কেন্দ্রের উদাসীনতায় সেই সংক্রান্ত কোনও কাজ হয়নি বলে দাবি করেন তিনি। বুধবারই মেটিয়াবুরুজে নির্বাচনী জনসভায় অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে নেতাজির প্রতি নরেন্দ্র মোদির অবহেলা নিয়ে সুর চড়িয়ে মমতা দাবি করেন, “মোদি কাল গিয়েছিল রাজনীতি করতে। আমি গিয়েছিলাম প্রতিবাদ করতে।”











































































































































