গত ১৯ মে আনুষ্ঠানিকভাবে লিভারপুল ছেড়েছেন ইয়ুর্গেন ক্লপ। মঙ্গলবার রাতে এক বিদায়ী অনুষ্ঠানে ভক্তদের স্লোগানের মাঝে কান্নায় ভেঙে পড়লেন প্রাক্তন এই লিভারপুল কোচ। ২০১৫ সালে বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে লিভারপুলের দায়িত্ব নেন ক্লপ। তাঁর দৌলতেই দীর্ঘ সময়ের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ায় অ্যানফিল্ডের ক্লাবটি। ক্লপের অধীনে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগসহ সম্ভাব্য সব শিরোপাই ঘরে তোলে লিভারপুল। এরপর গত জানুয়ারিতে আকস্মিকভাবে মরসুম শেষে লিভারপুল ছাড়ার ঘোষণা করেন ক্লপ। বিদায়ের কারণ হিসেবে ক্লান্তির কথা উল্লেখ করেছিলেন।এরপর ১৯ মে শেষ লিগ ম্যাচের মধ্য দিয়ে লিভারপুলকে বিদায়ও জানান এই জার্মান কোচ। বিদায়ের পর গতকাল রাতে স্ত্রী উলাকে নিয়ে একটি প্রাইভেট জেটে ফের লিভারপুল ফিরে আসেন তিনি। লিভারপুলের ‘এন ইভিনিং উইথ ইয়ুর্গেন ক্লপ’ অনুষ্ঠানে যোগ দিতেই তাঁর এই ফিরে আসা।
এই অনুষ্ঠানে সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। লিভারপুলের হয়ে ক্লপের অবদানের কথা স্মরণ করে তাঁকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে সমর্থকদের আবেগের সঙ্গে একাত্ম হয়ে চোখের জল ধরে রাখতে পারেননি ক্লপ নিজেও।সমর্থকেরা যখন ক্লপের উদ্দেশে স্লোগান দিতে দিতে হাততালি দিচ্ছিলেন, তখন এক সময় আসন ছেড়ে দাঁড়িয়ে যান ক্লপ। বুকে এক হাত রেখে অন্য হাত উঁচিয়ে ধরেন এবং ঠিক ম্যাচ শেষে যেভাবে শূন্যে মুষ্টি ছুড়ে উদ্যাপন করতেন, সেটির পুনরাবৃত্তি করে দেখান। সে সময় ভক্ত-সমর্থকদের চিৎকারে পুরো এলাকা কেঁপে কেঁপে উঠছিল। একটু পর অবশ্য হাততালি দিতে দিতে ফের নিজের আসনে বসে পড়েন তিনি। এ অনুষ্ঠানে ক্লপ বলেন, তাঁর জীবনের সেরা সিদ্ধান্ত হলো লিভারপুলে যোগ দেওয়ার সিদ্ধান্ত।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.