সীমান্তে শুধু গুলির লড়াই নয় এবার চলল দড়ির লড়াই। একদিকে ভারতীয় সেনা অন্যদিকে চিনের ফৌজ (Tug of War between India and China army)। মাঝখানে সেই দড়ি টানাটানির চেনা যুদ্ধ। কিন্তু যে দেশ গত কয়েক বছর ধরে লাদাখ (Ladakh)সীমান্তকে অশান্ত করে রেখেছে এবার সেই চিন দেশের সেনারাই কুপোকাত হয়ে গেলেন ভারতীয় ফৌজের কাছে। সুদানে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনীতে ভারত এবং চিনের জওয়ানরা মোতায়েন আছেন। সেখানেই শান্তিরক্ষা মিশনের অংশ হিসাবে দুই দেশের মধ্যে দড়ি টানাটানি খেলা হয়েছিল। বেশ মজার ছলে খেলা চললেও চিনের হারে বেশ উচ্ছ্বসিত নেটদুনিয়া।

ভারতের সঙ্গে চিনের সম্পর্ক এখন অনেকটাই বদলে গেছে। প্রায় ২০ দফা আলোচনা পর্ব চললেও চিন নিজের অবস্থানে অনড়। ডোকালাম সংঘাতের পর লাদাখ সীমান্তের ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে সন্ধির আবহ প্রায় নেই বললেই চলে। সুদানে আবার তাঁরা একসঙ্গে শান্তি রক্ষার কাজ করছে। তবে সীমান্ত সংঘর্ষের ইস্যুতে দুই রাষ্ট্রের মধ্যে সম্পর্ক যেমনই থাকুক না কেন, জওয়ানদের মধ্যে প্রতিযোগিতামূলক মানসিকতা আছেই। তাই ভারত-চিন সেনাবাহিনীর এই দড়ি টানাটানি খেলার ভিডিও দ্রুত ভাইরাল হয়েছে।










































































































































