যারা ভেবেছিল মেটিয়াবুরুজে বিভাজন করবে, সেই সিপিএম-বিজেপি-র পতাকা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ভোটে বিভাজনের চোটের জবাব ভোটে দিতে হবে। বুধবার, নিজের কেন্দ্রের মেটিয়াবুরুজের সভা থেকে গর্জে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন, ওই মঞ্চ থেকে তাঁর সমর্থনে সভা করেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অভিষেকের কথায়, ২০১৯-এ মেটিয়াবুরুজ ছিল এক নম্বরে। বিজেপির বৈষম্যের রাজনীতির বাড়া ভাতে ছাই দিয়ে আবার মেটিয়াবুরুজ এক নম্বরেই থাকবে। গত দশ বছরে আমরা কী কাজ করেছি তা এখানকার মানুষ জানেন।
বাম আমলের প্রসঙ্গে তুলে অভিষেক (Abhishek Banerjee) বলেন, ওই মানুষগুলোকে যারা সাম্প্রদায়িক রাজনীতি করে তাদের বৈষম্যের নজরে দেখত। আজ তাদের পতাকা খুঁজে পাওয়া যাচ্ছে না। যারা ভেবেছিল বৈষম্যের রাজনীতি করে অশান্তি করবে, সেটা সম্ভব হয়নি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, এই নির্বাচন যারা সিএএ-এনআরসি করে বিচ্ছিন্নতাবাদের রাজনীতি করে বাংলার মানুষকে বিতাড়িত করতে চায় তাদের জবাব দেওয়া নির্বাচন। ৪ তারিখ বিজেপিকে উপড়ে ফেলব। এই বাংলায় আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আছে। আমরা বুক দিয়ে আগলে রাখি বৈষম্যের রাজনীতি করি না।
আরও পড়ুন: ২৪ ঘণ্টার ব্যবধানে বারুইপুরে একই সভাস্থলে মহিলাদের ভিড়ে মোদিকে টেক্কা মমতার
এই অঞ্চলের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তৃণমূল সাংসদ। তাঁর কথায়, সাধ্যমতো চেষ্টা করেছি পরিষেবা পৌঁছে দেওয়ার। আমরা বৈচিত্রের মধ্যে ঐক্যের মধ্যে বিশ্বাস করি। আপনাদের বিপদে দুঃখে যখনই প্রয়োজন পড়েছে তৃণমূল কংগ্রেস পাশে দাঁড়িয়েছে। আমাদের একজন কর্মী নাসির উদ্দিন মোল্লা ফ্ল্যাগ লাগাতে গিয়ে মারা গিয়েছে। আমরা একজন সক্রিয়কর্মীকে কামরা হারিয়েছি। চিন্তা করবেন না। তার পরিবারের সব দায় দায়িত্ব আমাদের। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকতে তাঁর পরিবারের কোনও অসুবিধা হবে না।






Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.






































































































































