আবার পল্টুরাম! নীতীশকে নিয়ে চাঞ্চল্যকর দাবি তেজস্বীর

0
3

লোকসভা নির্বাচনের ফলাফলের পর ফের পল্টুরাম হতে পারেন নীতীশ কুমার। এমনটাই ইঙ্গিত দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। শুধুমাত্র ফাঁকা আওয়াজ নয়, রীতিমত যুক্তি দিয়ে সদ্য ঘটা করে এনডিএ-র সঙ্গে জোট বাঁধা জেডি (ইউ) প্রধান আবার সেই জোট ছাড়তে পারেন, এমনটাই দাবি তেজস্বীর। বারবার দল বদল করতে সিদ্ধহস্ত নীতীশ এই পর্যায়ে আরজেডির হাত ছাড়ার পরে তাঁর সঙ্গে আর কখনও জোটে যাবেন না বলে জানিয়েছিলেন তেজস্বী ও লালু। তবে পরিবর্তিত পরিস্থিতিতে কী সিদ্ধান্ত নেবেন তাঁরা, তার জন্য পল্টুরামের দিকেই তাকিয়ে অপেক্ষা করতে হবে তাঁদেরও।

নির্বাচনী প্রচার চলাকালীন বিজেপি বিরোধী জোটে তৃণমূলের অবস্থান ও তা নিয়ে আরজেডি-র প্রতিক্রিয়া চাওয়া হয় তেজস্বী যাদবের কাছে। সেখানে তিনি স্পষ্ট উল্লেখ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় শাসিত প্রতিবেশী বাংলায় ‘একটা বড় চমক’ অপেক্ষা করছে বিজেপির জন্য। তৃণমূলের অবস্থান নিয়ে তাঁর দাবি, তৃণমূল I.N.D.I.A. জোটের শরিক। সেই প্রসঙ্গে তিনি নিজেই টেনে আনেন ‘চাচাজি’ নীতীশের প্রসঙ্গ।

বিজেপির সঙ্গে নীতীশের গাঁটছড়ায় এক লহমায় উপমুখ্যমন্ত্রীর গদি হারিয়েছিলেন তেজস্বী। তারপরে তাঁকে ইডি দিয়েও দমিয়ে রাখার চেষ্টা চালিয়েছিল কেন্দ্রের স্বৈরতান্ত্রিক সরকার। কিন্তু দীর্ঘ প্রায় একদশকের রাজনীতিতে পোড় খাওয়া তেজস্বী সসম্মানে সেই জিজ্ঞাসাবাদের বেড়াজাল ছিঁড়েও বেরিয়ে এসেছেন। সেই তেজস্বীই নির্বাচনের শেষ দফার আগে মুখ খুললেন নীতীশকে নিয়ে।

তিনি বলেন, “আমি আমার ‘চাচাজি’ সম্পর্কে কিছু সংযোজন করতে চাইব। কেন্দ্র থেকে নির্বাচনে হেরে এনডিএ-র বিদায়ের পরে তিনি একটা বড় পদক্ষেপ নিতে পারেন।” কিন্তু তিনি পল্টুরাম হলে আরজেডি কী তাঁর সঙ্গে নতুন করে সম্পর্কে উৎসাহী হবে? সেই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে কেন পুরোনো অবস্থানে নীতীশ ফিরে আসতে পারেন তার ব্যাখ্যায় তেজস্বীর দাবি, “এই মুহূর্তে, আমার দূরদৃষ্টি বলছে তিনি বড় সিদ্ধান্ত নিতে চলেছেন। যার পিছনে রয়েছে নিজের দল এবং তাঁর ওবিসি-র পক্ষে চলার নীতিকে বাঁচানো।”