রেকর্ড আর রোনাল্ডো একে অপরের সমর্থক শব্দ। ৩৯ বছর বয়সেও নজির গড়ে চলেছেন তিনি। পরের মরশুমে সৌদি আরবে খেলবেন কিনা এই প্রশ্নের মাঝেই রেকর্ড করলেন তিনি। ইতিহাস তৈরি করলেন সিআর৭।
সোমবার লিগের শেষ ম্যাচে খেলতে নেমেছিল আল নাসের। সেই ম্যাচে ৪-২ গোলে আল ইত্তেহাদকে হারিয়েছে তারা। ম্যাচে জোড়া গোল করেছেন রোনাল্ডো। আর এর সুবাদেই নজির গড়েছেন তিনি।চলতি মরশুমে ৩৫টি গোল হলো সিআরসেভেনের। ২০১৮-১৯ মরশুমে ৩৪টি গোল করেছিলেন মরক্কোর স্ট্রাইকার আবদেরাজ্জাক হামদাল্লাহ। সেটিই এত দিন এক মরশুমে করা সর্বাধিক গোল ছিল। সেই রেকর্ড এই মরশুমে ভেঙে দিয়েছেন রোনাল্ডো। চলতি মরশুমে আন নাসেরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০টি গোল করে ফেলেছেন রোনাল্ডো। শুধু তাই নয়, চারটি আলাদা আলাদা দেশের হয়ে এক মরশুমে সর্বাধিক গোলের মালিক হয়েছেন রোনাল্ডো। ইংল্যান্ডের (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড), স্পেনের (রিয়াল মাদ্রিদ), ইতালির (জুভেন্টাস) পরে এবার সৌদি আরবের হয়ে এক মরশুমে সর্বাধিক গোল করলেন সিআর৭।
আরও পড়ুন- Breakfas Sports : ব্রেকফাস্ট স্পোর্টস