আগামী ৩১ মে শেষ হচ্ছে প্যানের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করার সুযোগ। যারা এখনও তা করেননি,এই তিনদিনের মধ্যে তা করে নিন। মঙ্গলবার আয়কর দফতর দেশের মানুষকে ফের একথা স্মরণ করিয়ে দিল । লিঙ্ক না করলে অতিরিক্ত হারে টিডিএস কাটা যাবে। এক্স বার্তায় ভারতের আয়কর বিভাগ সকলের কাছে এই কদিনের মধ্যে লিঙ্ক করে ফেলার আর্জি জানিয়েছে। আয়কর দফতরের বার্তায় লেখা হয়েছে, করদাতাদের কাছে আবেদন। দয়া করে আপনারা ৩১ মে, ২০২৪-এর মধ্যে প্যানের সঙ্গে আধার কার্ডের নম্বর লিঙ্ক করুন। এটা করলে আপনাদের অতিরিক্ত হারে কর কাটা হবে না।
ভারতের আয়কর দফতরে আবেদনের ভিত্তিতে প্যান কার্ড অর্থাৎ (পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর) ইস্যু করা হয়। এর কোনও বয়সসীমা নেই। অন্যদিকে, আধার হল ১২ সংখ্যার একটি পরিচিতি নম্বর। একইভাবে ফর্ম পূরণ করে যে কোনও ভারতীয় বাসিন্দা আধারের আবেদন করতে পারেন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার কাছে। সেখানে বয়সের প্রমাণপত্র, ছবি, ঠিকানার প্রমাণপত্র দিতে হয়।আয়কর বিভাগ করদাতাদের জন্য প্যান ও আধার সংযোগ বাধ্যতামূলক করে দিয়েছে। যাঁরা ৩১ মে-র মধ্যে এই সংযোগ করবেন না, তাঁদের অতিরিক্ত টাকা দিতে হবে বলে দফতর বার্তায় মনে করিয়ে দিয়েছে। এমনকী,সংযোগ না করালে প্যান কার্ড নম্বর নিষ্ক্রিয় হতে পারে। সেক্ষেত্রে ট্যাক্স রিটার্ন দিতে সমস্যায় পড়তে পারেন। বেতন, মেয়াদি জমায় সুদ থেকে উচ্চ হারে টিডিএস কাটা হবে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.