শনিবার সপ্তম দফার নির্বাচন। তার আগে মঙ্গলবার সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। সেই সঙ্গে সরানো হল মিনাখাঁর এসডিপিও এবং রহড়া থানার আইসি-কেও। পরিবর্তে প্রতিটি পদের জন্য তিনজন করে নাম চেয়ে পাঠানো হয়েছে কমিশনের তরফে। প্রতি দফার নির্বাচনের আগে পুলিশ আধিকারিকদের সরিয়ে এলাকায় নতুন আধিকারিক নিয়োগ করার কমিশনের ট্র্যাডিশন শেষ দফাতেও বজায় থাকল। যদিও এখনও পর্যন্ত যতগুলি জেলায় পুলিশ কর্তাদের রদবদল হয়েছে সেখানে নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি হওয়ার নজিরও রয়েছে।


মঙ্গলবার সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার আইপিএস কোটেশ্বরা রাওকে নির্বাচনের কাজ থেকে অব্যহতি দেয় কমিশন। সরিয়ে দেওয়া হয়েছে বসিরহাট পুলিশ জেলার মিনাখাঁর এসডিপিও আমিনুল ইসলাম খানকেও সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে খড়দহ থানার আইসি দেবাশিস সরকারকেও সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় কমিশন।
বিস্তারিত আসছে…












































































































































