স্ট্রং রুম দেখতে গিয়ে অশান্তি পাকালেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। হুগলি লোকসভা কেন্দ্রের স্ট্রং রুম হয়েছে হুগলি এইচআইটি কলেজে। সিসি ক্যামেরায় মোড়া স্ট্রং রুমের বাইরে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের বলয়।এখনো নিরাপত্তার বেষ্টনী তে থাকা ইভিএম বদল হয়ে যেতে পারে এমনই আশঙ্কা বিজেপি প্রার্থীর। তাই দলীয় কর্মীদের নিয়ে সোমবার রাতে হঠাৎ তিনি হাজির হন।
এইচআইটি কলেজের পাশে রয়েছে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ। সেই কলেজ দিয়ে ঢুকে অন্ধকার পথে পুকুরপার দিয়ে স্টংরুমের পিছন দিকে পৌঁছে যান লকেট চট্টোপাধ্যায়। সেখান থেকে বেরিয়ে এইচআইটি কলেজে ভেতরে ঢোকেন তিনি। খবর পেয়ে চন্দননগর পুলিশের আধিকারিকরা সেখানে পৌ়ছান।
বিজেপি প্রার্থী দলবল নিয়ে স্টংরুমে পৌঁছেছেন খবর পেয়ে এইচআইটি কলেজের বাইরে জরো হয় তৃণমূলের কর্মীরা।লকেটকে ঘিরে গো ব্যাক স্লোগান শুরু করে তৃনমূল।পাল্টা জয় শ্রীরাম স্লোগান তোলে বিজেপি ।উত্তেজনা তৈরী হয়। তৃণমূলের দাবি, গণনা কেন্দ্র নিয়ে কোন অভিযোগ থাকলে লকেট নির্বাচন কমিশনকে জানান, তা না করে উনি প্রচুর লোক এনে স্ট্রং রুমের ঢুকবেন এটা হতে পারে না। হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌরীকান্ত মুখার্জির দাবি, লকেট হারাতঙ্ক রোগে ভুগছেন। তাই এই সমস্ত নাটক করছেন।
আরও পড়ুন- আজ বারুইপুর-বারাসাতে মোদি, মাঠ ভরানোই চ্যালেঞ্জ বিজেপির