ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ক্ষয়ক্ষতির মোকাবিলা ও দুর্গতদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েছে রাজ্য প্রশাসন। পুলিশ থেকে উদ্ধারকারী দল- হয়েছে উপকূলবর্তী এলাকায় লাগাতার কাজ করেছে তারা। মঙ্গলবার সকালে এক্স হ্যান্ডেলে (X Handle) তাঁদের কৃতজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে ঘূর্ণিঝড়ে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।দুদিন ধরে বাংলার উপকূল থেকে উত্তরে দাপট দেখিয়েছে রেমাল (Remal)। ব্যাপক ক্ষতি হয়েছে। তবে, উদ্ধারকারী দলের তৎপরতায় দ্রুত উদ্ধার সম্ভব হয়েছে। এদিন সকালে নিজের এক্স হ্যান্ডেলে (X Handle) ‘রেমাল’ যোদ্ধাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী লেখেন,
“আমি ঘূর্ণিঝড় রেমালের থেকে সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করছি এবং মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
ত্রাণ কাজের সতর্ক নজর রাখার পাশাপাশি যাঁরা এই ভয়াবহ পরিস্থিতিতে মানুষকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে আমি আমার সেই ভাই-বোনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
আমরা করব জয়!”
I pray for everyone’s safety in the face of cyclone Remal and I express my deepest condolences to the families of the deceased.
While I’m closely keeping track of the relief work, I extend my heartfelt gratitude to my brothers and sisters who are providing necessary assistance… pic.twitter.com/zT8f0C5Zhg
— Mamata Banerjee (@MamataOfficial) May 28, 2024
রবিবার সারারাত পরিস্থিতির উপর নজর রেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী। ফোনে যোগাযোগ রেখেছেন রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা ও কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গেও। প্রশাসনকে দ্রুত প্রয়োজনীয় সাহায্য ও ত্রাণ দেওয়ার পরামর্শ দেন মমতা। পরে জনসভা থেকেও জানান, লোকসভা নির্বাচন মিটে গেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।