শেষ হয়ে গিয়েছে আইপিএল ২০২৪। চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে এখনও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরুর উপর রাগ কমছে না চেন্নাই সুপার কিংসের প্রাক্তন ক্রিকেটার অম্বতি রায়ডুর। নাম না করে ফের বিরাট কোহলিকে একহাত নিলেন তিনি।

গতকাল ম্যাচের পর অম্বতি রায়ডু বলেন, “ আন্দ্রে রাসেল, সুনীল নারিন, মিচেল স্টার্কের মতো তারকারা সকলেই অবদান রেখেছেন বলে চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। আসলে এভাবেই একটা টিম ট্রফি জেতে। অরেঞ্জ ক্যাপ পেলেই আইপিএল জেতা যায় না। একাধিক প্লেয়াররা যদি টুর্নামেন্টে ৩০০র বেশি রান করে তাহলেই ট্রফি নিশ্চিত হয়।”

চলতি আইপিএল শেষ ছয় ম্যাচ জিতে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখে আরসিবি। গ্রুপ ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ জিতে প্লে-অফের টিকিট নিশ্চিত করে বেঙ্গালুরু। তবে রাজস্থান রয়্যালসের কাছে হেরে ২০২৪ আইপিএল থেকে ছিটকে যায় কোহলিরা।
আরও পড়ুন- আইপিএল জইয়ের পরই নিজের পরের লক্ষ্যের কথা জানালেন রিঙ্কু










































































































































