আইপিএল শেষ হতেই মাঠ কর্মীদের জন্য বিশেষ ঘোষণা বোর্ড সচিবের

0
7

গতকালই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। চ্যাম্পিয়ন কোটি কোটি টাকার পুরস্কার পেয়েছে কেকেআর। পুরস্কার পেয়েছেন বিরাট কোহলি-সুনীল নারিন-মিচেল স্টার্করা। আর এবার মাঠের বাইরে থাকা কর্মীদের জন্য বড় পদক্ষেপ নিল বিসিসিআই। মাঠের কর্মীদের জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করলেন বোর্ড সচিব জয় শাহ।

আইপিএল ফাইনালের পর বোর্ড সচিব জয় শাহ নিজের সোশ্যাল মিডিয়ায় জানান, “একটা সফল টি-২০ মরশুম শেষ হল। খারাপ আবহাওয়ার মধ্যেও যে মাঠকর্মীরা অসম্ভব পরিশ্রম করেছেন, তাঁরাই আসলে উপেক্ষিত নায়ক। সেই সব মাঠকর্মী ও পিচ প্রস্তুতকারকদের পরিশ্রমের জন্য স্বীকৃতি জানাতে চাই। আইপিএলের ১০টা নিয়মিত স্টেডিয়াম পাবে ২৫ লক্ষ টাকা করে। এছাড়া ৩টি অতিরিক্ত মাঠ পাবে ১০ লক্ষ টাকা করে। আপনাদের পরিশ্রম ও নিষ্ঠার জন্য ধন্যবাদ জানাই।“

এই দশটি মাঠ হল , কলকাতা, মুম্বই, দিল্লি, চেন্নাই, চণ্ডীগড়, হায়দরাবাদ, বেঙ্গালুরু, লখনউ, আহমেদাবাদ ও জয়পুর। এছাড়া অতিরিক্ত তিনটি মাঠ হল গুয়াহাটি, বিশাখাপত্তনম ও ধর্মশালা।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পুরস্কার পেল কেকেআর, কমলা টুপি-বেগুনি টুপিই বা কে পেলেন? চলুন দেখে নেওয়া যাক