বর্ষীয়ান পরিচালক প্রভাত রায় (Prabhat Roy) জানেন না এবছর ১৬ জুন তাঁকে বিশেষ উপহার দিতে চলেছেন কন্যা একতা (Ekta)। ‘বাবি’কে ঘিরেই তাঁর জীবন। সদ্য অসুস্থতা কাটিয়ে ওঠা প্রবীণ পরিচালককে তাই চেনা ঘরানাতেই স্বচ্ছন্দ বোধ করাতে চান একতা। টালিগঞ্জে গুঞ্জন, এবার প্রভাত রায়ের নামেই প্রযোজনা সংস্থার (Production Company) আগমন ঘটতে চলেছে। পরিচালক নিজে অবশ্য এসব কিছু জানেন না। একতার অনুরোধ, বিশেষ দিনে তারকা পরিচালককে চমকে দিতে আপাতত মুখে কুলুপ থাকুক সবার ।

প্রভাত রায়ের শারীরিক অবস্থা আগে থেকে উন্নত হলেও এখনও তাঁর ডায়ালিসিস চলছে। সব ঠিক থাকলে আগামী পিতৃ দিবসে জোড়া উপহার পাবেন বাঙালির অন্যতম প্রিয় পরিচালক। একদিকে তাঁর নামে প্রযোজনা সংস্থা আর অন্যদিকে ১৬ জুন পরিচালকের আত্মজীবনীর কভার প্রকাশিত হতে পারে। প্রভাত রায়ের এই প্রযোজনা সংস্থা মূলত বিজ্ঞাপনী ছবি (Ad films) বানাবে। প্রত্যেক ছবির বিষয়, চিত্রনাট্য, সংলাপ লেখার পাশাপাশি ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে পরিচালক নিজেই থাকবেন। তাহলে কি তিনি পরিচালনায় ফিরছেন? গোপন সূত্রে পাওয়া খবর বলছে ইতিমধ্যেই সংস্থার প্রথম ছবি তৈরি। সেটার চিত্রনাট্য আবার প্রভাত নিজেই নাকি লিখেছেন। তবে পরিচালনায় প্রত্যাবর্তন কিনা সেটা ক্রমশ প্রকাশ্য।





 
 
 
 



































































































































