শুক্রবার সকালে ফের অফিস টাইমে থমকালো মেট্রো রেল (Metro Railway)। বৃহস্পতিবারের পর শুক্রেও অব্যহত বিভ্রাট। যার জেরে সকাল সকাল কাজে বেরিয়ে চরম নাকাল হতে হল যাত্রীদের। সূত্রের খবর, এদিন উত্তর–দক্ষিণ মেট্রো করিডোরের শ্যামবাজারে আপ স্টার্টারে সিগন্যালিংয়ে সমস্যার কারণে এই বিপত্তি। বৃহস্পতিবারও একই সমস্যা দেখা দিয়েছিল। শুক্রবারও মেট্রো রেলের পক্ষ থেকে সিগন্যালিংয়ে (Signalling) সমস্যার বিষয়টি জানানো হয়। তবে এদিন অফিস টাইমে ব্যাপক সমস্যার মুখে পড়ে অনেকে ক্ষোভ উগরে দিয়েছেন।


সূত্রের খবর এদিন ময়দান মেট্রো স্টেশনে বিদ্যুৎ বিভ্রাটের জেরে অটোমেটেড সিগন্যাল পরিষেবায় বিঘ্ন ঘটে। তাতেই সমস্যা তৈরি হয়। তারপরই আপ এবং ডাউন—দুই লাইনেই থমকে যায় মেট্রো পরিষেবা।যদিও এই সমস্যার কিছু পরে ম্যানুয়াল সিগন্যালিং ব্যবস্থার মাধ্যমে পরিষেবা পুনরায় চালু করা হয়। তবে শেষ পাওয়া খবর এখনও পর্যন্ত বেশ ধীর গতিতেই চলছে মেট্রো।

বৃহস্পতিবারও এই একই কারণে সিগন্যালিংয়ের সমস্যা হয়। আর তার জেরে মেট্রো অত্যন্ত ধীরে চলতে শুরু করে। সূত্রের খবর, বৃহস্পতিবার দক্ষিণেশ্বর–কবি সুভাষ রুটের একাধিক স্টেশনে মেট্রো অনেক বেশি সময় ধরে থমকে ছিল। যদিও মেট্রো কর্তৃপক্ষের দাবি, ট্রেন কোথাও দাঁড়িয়ে যায়নি। তবে ধীরে চলছিল।









































































































































