জার্মানির তারকা ফুটবলার টনি ক্রুস। মঙ্গলবার ইনস্টাগ্রামে ক্রুস জানিয়ে দিয়েছেন, ইউরো কাপই শেষ। তার পরে পেশাদার ফুটবল থেকে অবসর গ্রহণ করবেন তিনি।
রিয়াল মাদ্রিদের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবেন এই তারকা মিডফিল্ডার। উল্লেখ্য, ২ জুন বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে রিয়াল।জার্মান তারকা ইনস্টাগ্রামে লিখেছেন, ১৭ জুলাই, ২০১৪ সালে রিয়াল মাদ্রিদে আমাকে পরিচয় করিয়ে দেওয়ার দিনটি স্মরণীয়। ওই দিনটা আমার জীবন বদলে দিয়েছিল। ফুটবলার হিসেবে তো বটেই, সেই সঙ্গে মানুষ হিসেবেও আমাকে বদলে দিয়েছিল। বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছিল। দশ বছর পরে, চলতি মরশুমের শেষে সেই অধ্যায় শেষ হতে চলেছে।
রিয়াল প্রেসিডেন্ট সের্জিও পেরেজ জার্মান তারকার অবসর প্রসঙ্গে বলেছেন, ”টনি ক্রুস রিয়াল মাদ্রিদের ইতিহাসে অন্যতম সেরা প্লেয়ার। এই ক্লাব তাঁর ঘর।”দেশের জার্সিতে ২০১৪ বিশ্বকাপ জিতেছেন ক্রুজ। আর্জেন্টিনাকে হারিয়ে সেবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। ক্লাব ফুটবলে দারুণ সফল তিনি। বায়ার্ন মিউনিখের হয়ে তিন বার বুন্দেশলিগা খেতাব জেতেন ক্রুস। রিয়াল মাদ্রিদের হয়ে চার-চারটি লা লিগা খেতাব জেতেন তিনি। বায়ার্ন ও রিয়ালের হয়ে মোট পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জেতেন ক্রুস। কেরিয়ারে মোট খেতাব জিতেছেন ৩২টি।
জার্মান স্লাইপার টনি ক্রুসের বয়স এখন ৩৪। তাঁর থেকেও বেশি বয়সে খেলে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিও মেসিরা। টনি ক্রুস অবশ্য সেই রাস্তা নেননি। সরে যাওয়ার মুহূর্তটা নিজেই স্থির করলেন।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.