কোপা আমেরিকাতে এবার ক্রিকেটের নিয়ম চালু হতে চলেছে। আন্তর্জাতিক ক্রিকেটে কনকাশন সাব প্রচলিত রয়েছে। এবার সেই নিয়ম চালু হচ্ছে কোপা আমেরিকাতে। খেলতে খেলতে কোনও ফুটবলারের মাথায় চোট লাগলে, সেই ফুটবলারের পরিবর্ত হিসেবে নতুন ফুটবলারকে মাঠে পাঠানো হবে। দক্ষিণ আমেরিকার ফুটবলের গভর্নিং বডি কনমেবল একথা জানিয়েছে।
আগামী ২০ জুন মার্কিন যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা শুরু হবে। টুর্নামেন্ট চলবে ১৪ জুলাই পর্যন্ত। কনমেবল জানিয়ে দিয়েছে, কোপা আমেরিকায় এই কনকাশন সাব নিয়ম চালু হবে। তার পরে এই ফুটবল সংস্থা পরিচালিত সব ফুটবল টুর্নামেন্টেই কনকাশন সাব নিয়ম চালু করবে তারা। রীতিমতে বিবৃতি প্রকাশ করে কনমেবল জানিয়েছে, নিয়ম অনুযায়ী, প্রতিটি দল পাঁচটি করে পরিবর্তন আনতে পারে। তবে ফুটবলারের শারীরিক অবস্থার জন্য ষষ্ঠ পরিবর্তন আনতেই পারে সংশ্লিষ্ট দল। কনমেবলের তরফে আরও জানানো হয়েছে, মাথায় চোট লাগলে বা কনকাশন হলে অতিরিক্ত পরিবরিতন করতেই পারে সংশ্লিষ্ট দল। এই পরিবর্তন করাতে হলে চতুর্থ অফিসিয়ালকে জানাতে হবে। পিঙ্ক কার্ড ব্যবহার করতে হবে।
কিন্তু কেন এই নিয়ম? মাথায় আঘাতের বেশ কিছু ঘটনার পরে ফুটবলে কনকাশন সাব চালু করার সিদ্ধান্ত নিয়েছে কয়েকটি সংস্থা। ফুটবলের নিয়ম তৈরির সংগঠন আইএফএবি ফুটবলের আইনে সেগুলোকে অন্তর্ভুক্ত করেছে। তবে নিয়মটি বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিযোগিতার আয়োজকদের উপর তা ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে কোপা আমেরিকার জন্য দলগুলো তাদের স্কোয়াড ঘোষণা করতে শুরু করেছে।
 আর্জেন্টিনা সম্প্রতি ২৯ জনের দল ঘোষণা করেছে। কোপা আমেরিকার আগে প্রস্তুতি ম্যাচ রয়েছে নীল-সাদা জার্সিধারীদের। সেই প্রস্তুতি ম্যাচের পরে তিন জন ফুটবলারকে ছেঁটে ফেলে ২৬ জনের দল ঘোষণা করা হবে।
Sign in
                            Welcome! Log into your account
                            
                            
                            
                            Forgot your password? Get help
                            
                            
                            
                            
                        Password recovery
                            Recover your password
                            
                            
                            A password will be e-mailed to you.
                        








































































































































