অপসারণের ২৪ ঘণ্টার মধ্যেই নতুন এসপি নিয়োগ পশ্চিম মেদিনীপুরে

0
1

আগামী ২৫শে মে, শনিবার ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুরে ভোট। ঠিক তার আগেই নির্বাচন কমিশন সোমবার পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের পদ থেকে ধৃতিমান সরকারকে অপসারণের নির্দেশ দিয়েছিল। নির্বাচনের সঙ্গে যুক্ত নয় এমন পদে তাঁকে নিযুক্ত করার কথা বলা হয়েছিল।

অপসারণের ২৪ ঘণ্টার মধ্যেই নতুন এসপি নিয়োগ হল জেলায়। পুলিশ সুপারের দায়িত্ব পেয়েছেন ২০১৬ ব্যাচের আইপিএস অফিসার সোনওয়ানে কুলদীপ সুরেশ। তিনি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে ডিসি (সেন্ট্রাল) পদে কর্মরত ছিলেন। মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার পশ্চিম মেদিনীপুরের এসপিকে সরানোর আগের দিন অর্থাৎ রবিবারে পুরুলিয়া জেলার এসপিকেও সরিয়ে দেয় কমিশন। এদিন পুরুলিয়ার নতুন এসপি করা হয়েছে আশিস মৌর্যকে।

আরও পড়ুন- গণতন্ত্রের গণদেবতা মানুষ: বিজেপির ‘দম্ভের’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের