আজ দমদমে জোড়া সভা মমতার, নন্দীগ্ৰাম-ঝাড়গ্রামে প্রচার অভিষেকের

0
3

বুধবার শেষ দফার ভোটের প্রচার সারবেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার দমদম (Dumdum) লোকসভায় দু’টি পৃথক জনসভা করবেন তিনি। এখানে তৃণমূলের প্রার্থী সৌগত রায়। এদিন খড়দহের বিবেকানন্দ ময়দানে মমতার প্রথম সভাটি হবে। তাঁর দ্বিতীয় সভাটি হবে সূর্য সেনের মাঠে। এই কেন্দ্রে সৌগতের বিরুদ্ধে বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত এবং সিপিএমের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুজন চক্রবর্তী। ইতিমধ্যে মমতার প্রচারকে কেন্দ্র করে কর্মী, সমর্থকদের উৎসাহ চোখে পড়ার মতো।

অন্যদিকে, এদিন নন্দীগ্রামে সভা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। সেখানে তৃণমূল প্রাথী দেবাংশু ভট্টাচার্যের হয়ে ভোট চাইবেন তিনি। এরপরই তমলুক কেন্দ্র থেকে অভিষেক যাবেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে প্রচার করতে। সেখানে তৃণমূল প্রার্থী কালীপদ সোরেনের হয়ে প্রচার করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রণত টুডু। ইতিমধ্যে মমতা ও অভিষেকের প্রচার সভা ঘিরে তুঙ্গে উত্তেজনা।