বসিরহাটের জেলাশাসক বদল, কলকাতা দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিককেও সরাল কমিশন

0
1

ভোট চলাকালীন ফের দুই সরকারি আধিকারিক বদলের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। EC বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে যে উত্তর ২৪ পরগনায় অতিরিক্ত জেলাশাসক (বসিরহাট) আইএএস (IAS) অফিসার দিব্যা লোঙ্গানাথনকে পদ থেকে সরানো হয়েছে। পাশাপাশি দক্ষিণ কলকাতায় জেলা নির্বাচনী আধিকারিক হিসাবে দায়িত্বপ্রাপ্ত আইএএস অফিসার রশ্মি কামালও (Rashmi Kamal) আর নির্বাচন সংক্রান্ত কাজে থাকতে পারবেন না। যদিও কেন এই সিদ্ধান্ত তা স্পষ্ট করেনি কমিশন (Election Commission of India)। তবে বুধবার দুপুর ৩টের মধ্যেই ওই দুই পদের জন্য উপযুক্ত তিন জন করে IAS অফিসারের নাম প্রস্তাব করতে হবে।

ভোট চলাকালীন সরকারি আধিকারিক বদল নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়েছে কমিশন। রাজ্য পুলিশের ডিজিকে সরানো নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। গত সোমবার পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকারকে পদ থেকে সরিয়ে দেয় কমিশন। তাঁর বদলে নতুন পুলিশ সুপার হিসাবে দায়িত্ব নিয়েছেন ২০১৬ ব্যাচের আইপিএস অফিসার কুলদীপ সুরেশ। পুরুলিয়ার এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কেও পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার পর এবার বসিরহাটের অতিরিক্ত জেলাশাসক এবং দক্ষিণ কলকাতা জেলা নির্বাচনী আধিকারিককেও বদল করা হল।