কলকাতায় (Kolkata) চিকিৎসা করাতে এসে খুন বাংলাদেশের (Bangladesh) সাংসদ আনোয়ারুল আজিম (Anwarul Azim)। খুলনার ঝিনাইদহ আসনের সাংসদ ছিলেন আওয়ামী লিগের (Awami league) তিনবারের সাংসদের। সূত্র মারফত জানা গিয়েছে, ১৩ মে তিনি নিউটাউনের (Newtown) এক অভিজাত আবাসনে চিকিৎসার জন্য আসেন। আর সেখানেই তিনি খুন হন। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। তবে কীভাবে বা কারা তাঁকে খুন করলেন তা এখনও জানা যায়নি। কিন্তু কলকাতায় এসে বাংলাদেশের সাংসদের (MP) এমন মর্মান্তিক পরিণতিতে উঠছে বিস্তর প্রশ্ন।


মঙ্গলবারই প্রশাসন তরফে জানানো হয়, গত ৫ দিন ধরে কোনও খোঁজ নেই আওয়ামি লিগের সাংসদের। তাঁর খোঁজে তল্লাশি অভিযান চালিয়েও লাভ হয়নি। গত ১২ মে কলকাতা আসার পর থেকেই পরিবারের সঙ্গে কোনও যোগাযোগ করেননি আনোয়ারুল। ১৪ মে থেকে তাঁর ফোন ‘সুইচ অফ’ পাওয়া যাচ্ছিল। এরপরই আনোয়ারুলের পরিবারের তরফে এর পর যোগাযোগ করা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। সেখান থেকে প্রধানমন্ত্রীর দপ্তর যোগাযোগ করে দিল্লি ও কলকাতায় বাংলাদেশের দূতাবাসের সঙ্গে। এরপরই সাংসদের খোঁজে যৌথ তদন্ত শুরু করে বাংলাদেশ দূতাবাস ও কলকাতা পুলিশ।
