ঘূর্ণিঝড় রিমালের মোকাবিলায় বিশেষ সতর্কতামূলক নির্দেশ বিদ্যুৎমন্ত্রীর

0
1

আসন্ন ঘূর্ণিঝড় রিমাল এবং কালবৈশাখীর মোকাবিলায় বাড়তি সতর্ক রাজ্য বিদ্যুৎ দফতর। মঙ্গলবার এই নিয়ে বিদ্যুৎ উন্নয়ন ভবনে উচ্চ পর্যায়ের এক বৈঠকে সংশ্লিষ্ট সব পক্ষকে সতর্ক করলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। মন্ত্রী ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ সচিব শান্তনু বসু, বিদ্যুৎ দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও সিইএসসির আধিকারিকরা।

এদিনের বৈঠক থেকে বিদ্যুৎমন্ত্রী দফতরের সব আধিকারিকদের রিমালের মোকাবিলায় ২৪ ঘণ্টা সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন।
ঝড়ের জেরে কোথাও বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত সমস্যা দেখা দিলে তা দ্রুত স্বাভাবিক করার জন্য যথাযথ ব্যবস্থা রাখার ওপর জোর দেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। নির্বাচন চলাকালীন যাতে কোথাও বিদ্যুৎ সরবরাহের সমস্যা না হয় তার জন্যও সংশ্লিষ্ট আধিকারিকদের নজরদারি চালাতে বলেন বিদ্যুৎমন্ত্রী। সবমিলিয়ে আসন্ন রিমালের মোকাবিলায় বিদ্যুৎ দফতরের গোটা বাহিনীকে প্রস্তুত থাকতে বলেন তিনি।