ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনের আগে বসিরহাটের সভা থেকে ভেড়ি নিয়ে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভেড়ি দখল ঠেকাতে নতুন পলিসি নিচ্ছে রাজ্য সরকার। তিনি বলেন, ভেড়ি নিয়ে একটা পলিসি তৈরি করছি। জোর করে ভেড়ি কেড়ে নেওয়া যাবে না। যার ভেড়ি সে চাষ করবে। না হলে স্বনির্ভর গোষ্ঠী গুলো চালাক। কিন্তু সরকারের খাতায় নাম নথিভুক্ত করতে হবে। সরকারকেও তার জন্য একটা শুল্ক দিতে হবে।তৃণমূল সুপ্রিমো বলেন, “আমরা সুন্দরবন পুরো এলাকা নিয়ে মাস্টার প্ল্যান করছি। আপনাদের জেলা নতুন জেলা হবে।
এদিন বিজেপিকে একের পর এক তীব্র আক্রমণ করে মমতার মন্তব্য, “সন্দেশখালির মা বোনদের জন্য বলব যা ঘটেছে, যেভাবে অপমান করা হয়েছে তাতে আমি মর্মিত,লজ্জিত। এই জিনিসগুলো বাইরে না আসলে জানা যেত না।
 বসিরহাটে হাজী নরুল যেদিন জিতবে আমি তারপর প্রথম ‘ভিজিট’ সন্দেশখালি যাব। আমি দেখতে যাব।”তিনি বলেন, কদিন আগে শুনছি রাজবংশীদের মন্দিরে আঘাত হয়েছে। সবাইকে বলব ভোটের আগে বিজেপির প্ল্যান থেকে সন্দেশখালি বাতিল করে দিয়েছে। মা বোনেদেরই বাতিল করে দিয়েছে। এখন প্ল্যান বি ধর্মীয় হিংসা ছড়ানোর প্ল্যান চলছে।”









































































































































