অবশেষে অবসর নিয়ে মুখ খুললেন মাহি, কী বললেন তিনি?

0
3

অবশেষে অবসর নিয়ে মুখ খুললেন মহেন্দ্র সিং ধোনি। ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাহি। তবে খেলছেন আইপিএল-এ। চলতি আইপিএল থেকে ইতিমধ্যে ছিটকে গিয়েছে সিএসকে। তবে আইপিএল-এ শেষ ম্যাচ খেলে ফেলেছেন কিনা তা নিয়ে মুখ খোলেননি ভারতের প্রাক্তন ক্রিকেটার। আর এরই মাঝে নিজের অবসর নিয়ে মুখ খুললেন ধোনি।

এই নিয়ে মাহি বলেন, “আন্তর্জাতিক ক্রিকেট খেলার সময় ভারতীয় দলেই বেশির ভাগ কাটতো। পরিবারের মানুষজনকে সময় দেওয়া হত না। ২০১৫ পর্যন্ত সব ধরনের ক্রিকেট খেলতাম। বাড়িতে আসার সময় পেতাম না। দুটো সিরিজের মাঝে ৫-৬ দিনের ছুটি থাকত। রাঁচী আসতে যেতে দু’দিন লাগত। এর মাঝে আবার বিজ্ঞাপনের কাজ থাকত। ২০১৫ সালের পর বুঝতে পারি যে, আমি পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য কতটা উদগ্রীব থাকতাম। মা, বাবার বয়স হচ্ছে। বিয়ে করেছি। কিন্তু স্ত্রীয়ের সঙ্গে সময় কাটাতে পারছি না। সন্তানও বড় হচ্ছে।”

চলতি আইপিএল খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেননি মাহি। চোটের কারণে নেমেছিলেন শেষের দিকে। মনে করা হচ্ছিল চলতি আইপিএল খেলেই অবসর নেবেন মাহি। তবে আরসিবির কাছে ম্যাচ হেরে ছিটকে যায় চেন্নাই। তবে তার অবসর নিয়ে কিছু বলেননি তিনি।

আরও পড়ুন- বিপাকে ব্রিজভূষণ , প্রাক্তন কুস্তি প্রধানের বিরুদ্ধে সরকারি ভাবে চার্জ গঠন করল আদালত