শুভেন্দুর অফিসে পুলিশি তল্লাশি! কোলাঘাট থানা ঘেরাও করে অশান্তি বিজেপি নেতার

0
3

নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কোলাঘাটে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী অফিসে তল্লাশিকে কেন্দ্র করে উত্তজেনা। সূত্রের খবর, ওই ভাড়া বাড়িটিতে শুভেন্দুর কার্যালয় ছিল। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে সেখানে যায় কোলাঘাট থানার পুলিশ। এই খবর পেয়ে রেগে অগ্নিশর্মা বিজেপি বিধায়ক। আদালতের দেওয়া রক্ষাকবচ হাতে নিয়ে কোলাঘাট থানা ছোটেন তিনি। থানা ঘিরে কর্মী-সমর্থকদের নিয়ে অশান্তি পাকানো চেষ্টা করেন।

পুলিশের দাবি, নির্দিষ্ট খবরের ভিত্তিতে এক দুষ্কৃতীর খোঁজে শুভেন্দুর ওই অফিসে তল্লাশি করা হয়। কমপক্ষে ৭০-৮০ জন পুলিশকর্মী ওই বাড়ি ঘিরে তল্লাশি করেন। পুলিশি অভিযানের খবর পেয়ে স্থানীয় বিজেপি নেতাকর্মীরা সেখানে যান। পুলিশের কাজে বাধা দেন তাঁরা। কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়ে যায়। এমনকী, পুলিশ কর্মীদের ধাক্কা দিতেও দেখা যায় বিজেপি নেতা-কর্মীদের।

এরপরেই কোলাঘাট থানা ছুটে যান শুভেন্দু। হাতে রক্ষাকবচ। সাংবাদমাধ্যমের সামনে তিনি দাবি করেন, তাঁর কছে কলকাতা হাই কোর্টের রক্ষাকবচ রয়েছে। এরপরেই দলবদলু দলনেতার অভিযোগ, তাঁর বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে শাসকদল। এমনকী, কেন পুলিশ গিয়েছিল তাও না কি জানেন তিনি না!

এই বিষয় নিয়েই রাজনৈতিক মহলের প্রশ্ন, পুলিশ যদি তল্লাশিকে অফিসে যায়, তাতে কী অসুবিধা বিরোধী দলনেতার? এতে এতো উদ্বিগ্ন হওয়ার বা ভয় পাওয়ার কী আছে? তাহলে কি সত্যিই সেখানে কোনও দুষ্কৃতীকে আশ্রয় দেওয়া হয়েছিল? তা না হলে, সভা ফেলে রক্ষাকবচ হাতে কেন থানায় ছুটলেন বিরোধী দলনেতা!

আরও পড়ুন- ভোটের দিন দুর্যোগের পূর্বাভাস, বিশেষ ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন