নির্বাচনের বাকি মাত্র দুই দফা। সোমবারই শেষ হয়েছে পঞ্চম দফার নির্বাচন। বিহারে পঞ্চম দফা নির্বাচনের পরে মুখ থুবড়ে পড়ার আশঙ্কাতে হিংসার পথে বিজেপি। আরজেডি কর্মীদের উপর গায়ের জোর খাটিয়ে ষষ্ঠ দফা পকেটে পুরতে উদ্যত বিজেপি। গুলি চালানো হয় আরজেডি কর্মীদের উপর। ঘটনায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে একজনের। গুলিবিদ্ধ আরও দুজন। ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে। বন্ধ রয়েছে এলাকার ইন্টারনেট পরিষেবা।
ঘটনার সূত্রপাত সোমবার নির্বাচনের শেষ পর্যায়ে। সারণ এলাকার বুথ পরিদর্শনে গেলে আরজেডি প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের কন্যা রোহিনী আচার্যকে ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি করে বিজেপি কর্মীরা। সোমবারের ঘটনার রেশ গড়ায় মঙ্গলবার সকালে। এলাকার আরজেডি কর্মীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে বিজেপি কর্মীরা। সেই সময় চন্দন যাদব নামে এক যুবক কাজে যাচ্ছিলেন। বিজেপির চালানো গুলির আঘাতে তাঁর মৃত্যু হয় বলে দাবি পরিবারের। সেই সঙ্গে মনোজ যাদব ও গুড্ডু যাদব নামে দুই যুবকও গুরুতর আহত হয়। তাঁদের ছাপরা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
আরজেডি কর্মীদের অভিযোগ বিজেপি নেতা রমাকান্ত সোলাঙ্কির উস্কানিতে এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হয় ও একজনের মৃত্যু হয়। ঘটনার পরই এলাকার দখল নেয় বিরাট পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। অভিযুক্ত রমাকান্ত সোলাঙ্কিকে গ্রেফতার করা হয়। দুদিনের জন্য ছাপরা এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করার নির্দেশ দেন সারণ জেলার পুলিশ সুপার গৌরব মঙ্গলা।