পূর্বাভাস ছিলই। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) আগেভাগেই জানিয়েছিল সোমবার দুপুরের মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি (Rain) নামবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের পাঁচ জেলায়। সেই পূর্বাভাস একেবারে অক্ষরে অক্ষরে মিলে গেল। ইতিমধ্যেই কলকাতার কিছু কিছু এলাকায় অন্ধকার করে মেঘ জমতে শুরু করেছে। মধ্য কলকাতা-সহ শহরের বিভিন্ন অংশে বৃষ্টিও শুরু হয়েছে। তবে হাওয়া অফিস সতর্ক করে জানিয়েছে, বৃষ্টির সঙ্গে ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে।


সোমবার সকালে জারি করা পূর্বাভাসে আলিপুর সাফ জানিয়েছে, দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হুগলির কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। এই সতর্কতা আগামী দু’তিন ঘণ্টার জন্য জারি করা হয়েছে বলে খবর। পাশাপাশি হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনাতে। বৃষ্টির সঙ্গে সঙ্গে সেখানে ঝড়ও হতে পারে। হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত। তবে তার পর ফের শুকনো আবহাওয়া ফিরবে দক্ষিণবঙ্গে।

তবে শুধু দক্ষিণ নয় বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গও। উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার এবং মঙ্গলবার একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর।










































































































































