আগামী ২৫ মে ষষ্ঠ দফায় হাইভোল্টেজ লোকসভা কেন্দ্র তমলুকে ভোট। তার আগে আজ পঞ্চম দফায় নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। প্রায় আড়াই ঘন্টা গাড়িতে চেপে রাত আড়াইটার সময় নিজের বাড়িতে আসেন দেবাংশু। এদিন সকাল সকাল শ্রীরামপুর কেন্দ্রের ভোটার দেবাংশু নিজের ভোট দিয়ে ফের ফিরে যান তমলুকে।
এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ বালি ঘোষপাড়ার
মতিগড় অঙ্গনওয়াড়ি স্কুলে ২৯৬ নম্বরে বুথে লাইনে দাঁড়িয়ে ভোট দেন দেবাংশু। সঙ্গে ভোট ছিলেন তাঁর মা-ও। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডোমজুড় বিধানসভা এলাকা কল্যান বন্দ্যোপাধ্যায় এবং নিজের জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী বলে জানান। নিজেরই তৈরি “খেলা হবে” স্লোগান দিয়ে ফের বেরিয়ে যান তমলুকের উদ্দেশে। আজ একাধিক কর্মসূচি রয়েছে দেবাংশুর।
আরও পড়ুন- এলাকায় ‘লোক ঢোকানোর চেষ্টা’ লকেটের! অসীমার সঙ্গে প্রতিরোধ স্থানীয় মহিলাদের