পঞ্চম দফার ভোটে ‘ভিলেন’ বৃষ্টি! বনগাঁয় লণ্ডভণ্ড বুথ সংলগ্ন অস্থায়ী ক্যাম্প, উড়ল ছাউনি

0
4

পঞ্চম দফার ভোটে আগে থেকেই ঝড়বৃষ্টির (Rain) পূর্বাভাস ছিল। বাস্তবে তাই সত্যি হল। সোমবার বেলা গড়াতেই ঝড়বৃষ্টিতে কার্যত তছনছ ভোটগ্রহণ কেন্দ্রের আশেপাশের অস্থায়ী ছাউনি ও রাজনৈতিক দলের একাধিক অস্থায়ী ক্যাম্প (Camp)। বনগাঁ (Bongaon) লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাগদার মশ্যমপুর এলাকার ঘটনা। ভোটারদের মতে, এদিন আচমকা ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় ভোটগ্রহণ কেন্দ্র। যার জেরে আতঙ্কিত হয়ে বুথ ছাড়েন ভোটাররা।

ওই বুথের ভোটারদের আরও অভিযোগ, এদিন সকাল থেকেই মোটের উপর নির্বিঘ্নেই ভোট প্রক্রিয়া চলছিল ওই বুথে। হঠাৎই প্রবল বেগে হাওয়া বইতে থাকে। শুরু হয় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। যার জেরে মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে বাগদার মশ্যমপুর ভোট কেন্দ্রের আশেপাশের একাধিক অস্থায়ী ছাউনি ও রাজনৈতিক দলের অস্থায়ী ক্যাম্পগুলি। স্থানীয়রা জানিয়েছেন, এদিন প্রবল বেগে হাওয়া বইতে থাকে। যার কারণেই এমন ঘটনা। এদিকে ঝড়ের দাপটে ভোট কেন্দ্র ছেড়ে দৌড়ে পালান ভোটাররা। কিছু ভোটার ভোট কেন্দ্রের মধ্যেই আশ্রয় নেন বলে খবর। তবে বৃষ্টির ভয়াবহতা কিছুটা কমলে ফের ভোটাধিকার প্রয়োগ করতে দেখা যায় ভোটারদের।

তবে নির্বাচনের দিন বেলার দিকে আচমকা বৃষ্টি শুরু হওয়ায় সমস্যার মুখে পড়েন ভোটাররা। ভোট দিতে যাওয়া বা ভোটাধিকার প্রয়োগের ফিরতি পথে বৃষ্টির সম্মুখীন হতে হয় তাঁদের।