ভোটের আগে অশান্ত আরামবাগ! তৃণমূল নেতাকে বেধড়ক মার বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের

0
3

ভোটের আগেই অশান্ত হয়ে উঠল হুগলির (Hoogly) আরামবাগ (Arambag)। তৃণমূল (TMC) নেতাকে মারধরের অভিযোগ উঠল বিজেপির (BJP) বিরুদ্ধে। অভিযোগ, শ্যামল রায় নামে ওই তৃণমূল নেতাকে বেধড়ক মারধর করা হয়েছে। এমনকি, ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় আঘাতও করা হয়েছে বলে অভিযোগ।

আরামবাগের মলয়পুর এক নম্বর এলাকার বালিয়া গ্রামের তৃণমূল নেতা শ্যামল রায়কে মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র নিয়ে তাঁর মাথায় আঘাত করা হয় বলেও অভিযোগ। ইতিমধ্যে শ্যামলকে আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। এদিকে কালীপদ বাগ ও শ্যামল মালিক নামে দু’জন শ্যামলকে উদ্ধার করতে গেলে তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ। তাঁদেরও হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

তবে এদিন রক্তাক্ত অবস্থায় তিন জনকে ফেলে রেখে চম্পট দেয় দুষ্কৃতীরা। আক্রান্ত শ্যামল বলেন, কাজ সেরে রাতে ফিরছিলাম। রাস্তার মাঝে ১৫-১৬ জন বিজেপির ছেলে আমাকে ঘিরে ধরে। তার পর আমাকে ধরে মারধর করে। মাথায় আঘাত করে। কেন আমায় হামলা করা হল, তা জানি না।