গায়ে জড়ানো তার, অস্বাভাবিক মৃত্যু হাতির! কারণ নিয়ে ধোঁয়াশা

0
2

আলিপুরদুয়ারের মাদারিহাট এলাকায় একটি হাতির অস্বাভাবিক মৃত্যুর কারণে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় একটি সুপারি বাগানের পাশে হাতিটিকে মৃত অবস্থায় দেখে বন দফতরে খবর দেয় খয়েরবাড়ি এলাকার গ্রামবাসীরা। বন দফতরের কর্মীরা এসে হাতিটিকে তার জড়ানো অবস্থায় উদ্ধার করে। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা ময়নাতদন্তের পরই প্রমাণিত হবে বলে দাবি বন দফতরের।

খয়েরবাড়ি এলাকার একটি সুপারি বাগানের পাশে রবিবার সকালে পূর্ণ বয়স্ক পুরুষ হাতির মৃতদেহ দেখেন স্থানীয় মানুষ। মৃতদেহ এলাকায় বিদ্যুতের তার পান বন দফতরের কর্মীরা। তবে সেই বিদ্যুতের তারের কারণে হাতিটির মৃত্যু হয়েছে, না বাজ পড়ে, তার তদন্তে বন দফতর। মাদারিহাট বন দফতরের পক্ষ থেকে সেই উদ্দেশ্যে হাতির দেহ ময়নাতদন্তের জন্য় পাঠানো হয়।