লোকসভা ভোটের (Loksabha Election) আবহে ফের অশান্ত হয়ে উঠল জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir)। সূত্রের খবর, এদিন পুঞ্চে (Poonch) ন্যাশনাল কনফারেন্সের (National Conference) একটি রোড শো (Road Show) চলছিল। আচমকাই দলের কর্মীদের উপর ছুরি নিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। হামলার ঘটনায় ইতিমধ্যে তিনজন গুরুতর আহত হয়েছেন বলে খবর। এদিন পুঞ্চের মেনধর এলাকায় রোড শোয় উপস্থিত ছিলেন ন্যাশনাল কনফারেন্স দলের প্রধান তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ, অনন্তনাগের ন্যাশনাল কনফারেন্স প্রার্থী মিয়াঁ আলতাফ রাজৌরি-সহ বিশিষ্টরা। আর সেই রোড শোতে আচমকা এমন হামলায় ইতিমধ্যে অশান্ত হয়ে উঠেছে উপত্যকা। ঘটনার প্রতিবাদে মেনধরের প্রধান চৌকিতে বিক্ষোভ দেখাচ্ছে ন্যাশনাল কনফারেন্স।
ন্যাশনাল কনফারেন্স কর্মী-সমর্থকদের মতে এদিন মিছিলের মধ্যে এলোপাথাড়ি ছুরি চালাতে শুরু করে ওই অজ্ঞাতপরিচয় কিছু দুষ্কৃতী। তার জেরেই দলের ৩ কর্মী গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার পরপরই আহতদের মেনধর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এরপর আশঙ্কাজনক অবস্থায় দুজনকে রাজৌরির সরকারি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। তবে রোড শোতে হামলার ঘটনায় প্রাক্তন বিধায়ক তথা ন্যাশনাল কনফারেন্স দলের নেতা জাভেদ রানা জানিয়েছেন, এদিন ন্যাশনাল কনফারেন্স দলের একটি রোড শো চলছিল। এক জায়গায় অনন্তনাগ-রাজৌরি লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী মিয়াঁ আলতাফের সমর্থনে জনসভায় ভাষণ দিচ্ছিলেন ফারুক আবদুল্লাহ। সেসময় আচমকাই কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী ন্যাশনাল কনফারেন্সের ওই কর্মসূচিতে হামলা চালায়। তাদের মধ্যে কয়েকজন আচমকাই এলেপাথারি ছুরি চালাতে শুরু করে। তিনি আরও জানান, পুলিশের কাছে দাবি করছি, হামলাকারীদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক।
তবে হামলার ঘটনা ঘটলেও এখনও পর্যন্ত কোনও দুষ্কৃতীকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাদের খোঁজে শুরু হয়েছে জোর তল্লাশি। এই হামলার নেপথ্যে কোনও রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ। তবে ন্যাশনাল কনফারেন্সের তরফে অভিযোগ, পুলিশি নিরাপত্তার গাফিলতি ছিল। আমাদের দলের যুবকদের উপর কেন এমন হামলা চালানো হল, তা পুলিশকে জানাতে হবে। অবিলম্বে আততায়ীকে গ্রেফতার করে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আর্জি জানাচ্ছি।