আদালতের নির্দেশে জেল থেকে ছাড়া পেলেন মাম্পি

0
1

সন্দেশখালির (Sandeshkhali Issue)মহিলাদের ভুল বুঝিয়ে ধর্ষণের মিথ্য়ে মামলা দায়ের করতে বাধ্য করেছিলেন বলে বিজেপি নেত্রী পিয়ালি (Piyali das)ওরফে মাম্পি দাসের বিরুদ্ধে। শুক্রবার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)বিচারপতি জয় সেনগুপ্ত (Joy Sengupta)। শনিবার দমদম জেল থেকে ছাড়া পেলেন তিনি। আত্মসমর্পণ করতে গিয়ে জেলে যেতে হয়েছিল বলে রাজ্য পুলিশের (West Bengal Police)বিরুদ্ধে অভিযোগ করেন সন্দেশখালির বিজেপি নেত্রী। আদালত মাম্পির জামিন মঞ্জুর করেন তাইই নয়, তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় যে মামলা রুজু করেছিল পুলিশ তাও খারিজ করে দেয়।

শুক্রবার শুনানি চলাকালীন মাম্পির গ্রেফতারির ক্ষেত্রে ১৯৫এ ধারা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি বলে অভিযোগ। পিয়ালির বিরুদ্ধে ৪৪৮, ৩৪১, ৩২৩, ৩২৫ সহ সমস্ত জামিন যোগ্য ধারায় মামলা করেছে পুলিশ। প্রথমে তাঁকে সাক্ষী হিসেবে থানায় ডাকা হয়েছিল। তারপর ম্যাজিস্ট্রেটের কাছে ১৯৫এ ধারায় পিয়ালির বিরুদ্ধে অভিযোগ জানায় পুলিশ। পিয়ালি ম্যাজিস্ট্রেটের কাছে আত্মসমর্পণের আবেদন জানানো সত্বেও তাঁকে গ্রেফতারির নির্দেশ দেয় বসিরহাট আদালত (Basirhat High Court)। এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মাম্পি। শনিবার দুপুরে জেল থেকে ছাড়া পেলেন তিনি।