কলকাতা থেকে কোচবিহারগামী বাসে ভয়াবহ দুর্ঘটনা, মৃত এক মহিলা-সহ ২

0
1

সাতসকালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই (Passenger Bus) বাস। শনিবার ভোরে উত্তর দিনাজপুরের চাকুলিয়া (Chakulia) থানার মনোরা এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে ঘটে যাওয়া দুর্ঘটনায় এক মহিলা-সহ দুই জন এবং আহত কমপক্ষে ২০ জন যাত্রী।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাকুলিয়া থানার অন্তর্গত কানকি ফাঁড়ির পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, গাড়িটির গতি কত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি গাড়ির চালক সুস্থ অবস্থায় ছিলেন কিনা, কাউকে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে কিনা., সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে এদিন উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা। তাঁরাই আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। এখনও পর্যন্ত মৃতদের নাম জানা যায়নি।


দুর্ঘটনা প্রসঙ্গে কানকি গ্রাম পঞ্চায়েতের প্রধান কাইসার আহমেদ বলেন, ‘একটি ভলভো বাস কলকাতা থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল। তা উলটে যায়। হয়তো চালক ঘুমিয়ে পড়েছিলেন বা ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।