শনিবার সাতসকালে রাজ্যে জোড়া অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য! এদিন পূর্ব বর্ধমানের কালনার (Kalna) একটি বাড়িতে আচমকাই আগুন লেগে যায় বলে খবর। তবে ঘটনার খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট শার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমাণ পুলিশের।
পুলিশ সূত্রে খবর, কালনা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে আবদুল কাদের মিঁঞার বাড়িতে জুতোর গুদাম রয়েছে। শনিবার ভোররাতে ওই গুদামে আগুন লাগে। কোনওভাবে আবদুলের স্ত্রী ও মেয়ে বাড়ি থেকে বেরিয়ে এলেও আটকে পড়েন বাড়ির মালিক। পরে তাঁকে উদ্ধার করে পুলিশ ও দমকল বাহিনী।
অন্যদিকে এদিন হাওড়ার (Howrah )জগৎবল্লভপুরেও ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর সামনে আসে। একটি পরচুলা তৈরির কারখানায় আচমকা আগুন লেগে যায়। ঘণ্টা খানেকের চেষ্টায় দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার জেরে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে খবর। তবে ঠিক কী কারণে আগুন লাগল তা এখনও জানা যায়নি।