‘বাঙালি-অবাঙালি বিভেদ নেই’, আবাসনের আবাসিকদের ফিরহাদের ফোনে বার্তা মমতার

0
1

বিভেদের মাঝে ঐক্যের বার্তা বাংলা থেকে বরাবর স্পষ্ট। রাজ্যের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বাংলা বিরোধীদের জাতি বিদ্বেষের বার্তার কড়া সমালোচনা বারবার করে এসেছেন। এবার হাওড়ার বাঙালি ও অবাঙালি আবাসনের বাসিন্দাদেরও সেই বার্তাই দিলেন তিনি। পাল্টা অবাঙালি বাসিন্দারাও যে তৃণমূলের সকলকে নিয়ে চলার নীতির পাশেই রয়েছেন, সেই আশ্বাসও মমতাকে দেন।

শনিবার সকালে মধ্য হাওড়ার একটি বহুতল আবাসনের আবাসিকদের সঙ্গে আলাপচারিতায় বসেছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। বৈঠক চলাকালীন পুরমন্ত্রী তাঁর মোবাইল থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন। পুরমন্ত্রীর ফোন থেকে সেখানকার আবাসিকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমরা কখনও বাঙালি-অবাঙালি বিভেদ করি না। সবার পাশে আমরা সবসময় থাকি। আমাদের মন্ত্রী ও স্থানীয় বিধায়করা সবসময় আপনাদের সঙ্গে যোগাযোগ রাখেন।”

উপস্থিত বহুতল আবাসনের অবাঙালি আবাসিকরাও মমতাকে জানিয়ে দেন, “আমরা আপনার সঙ্গেই আছি। যাঁরা বাংলা-বিরোধী আমরা তাদের সঙ্গে নেই। আমাদের তিন-চার পুরুষ হাওড়াতে রয়েছেন। তাই আমরাও সবাই বাঙালি।”

রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম আবাসিকদের বলেন, “রাজ্য সরকার হাওড়া শহরের বহুতল আবাসনের আবাসিকদের সবসময় সবরকমের সাহায্য করে। যেকোনও বিপদে-আপদে আমরা এখানকার সমস্ত আবাসিকদের পাশে থাকি। তাঁরাও আমাদের পাশেই রয়েছেন। অবাঙালি ভোটাররাও তৃণমূল কংগ্রেসকে আপন করে নিয়েছেন। সবাই বুঝে গেছেন এবার আর নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না। কেন্দ্র থেকে বিজেপিকে হঠাতে সবাই এখন এককাট্টা।” বৈঠকে একাধিক আবাসনের প্রায় পাঁচশোর বেশি আবাসিক উপস্থিত ছিলেন। সবার সঙ্গেই ভোট নিয়ে কথা বলেন ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন মন্ত্রী অরূপ রায়, বিধায়ক নন্দিতা চৌধুরি, বিধায়ক রাণা চট্টোপাধ্যায়, বিধায়ক গৌতম চৌধুরি, বিবেক গুপ্ত সহ আরও অনেকে।