জলপ্রপাতে হঠাৎ হড়পা বান, তামিলনাড়ুতে নিখোঁজ কিশোর

0
1

জলপ্রপাত বেয়ে হঠাৎ নেমে এল প্রবল জলরাশি। তির তির করে বইতে থাকা জলপ্রপাতের সামনে দাঁড়িয়ে থাকা পর্যটক থেকে স্থানীয় বাসিন্দারা কিছু বুঝে ওঠার আগেই হুড়মুড়িয়ে জল ঢুকে গেল সামনের সিঁড়ি থেকে রাস্তাঘাট। প্রবল গতিতে জল এগিয়ে আসছে বুঝতে পেরে দ্রুত এলাকা ছাড়লেন উপস্থিত থাকা মানুষ। তারই মধ্যে হারিয়ে গেলেন ১৭ বছরের এক কিশোর। তামিলনাড়ুর ওন্ড কোর্তাল্লাম জলপ্রপাতে হড়পা বানে জলপ্রপাতে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করতে বাধ্য হল প্রশাসন।

ক্রমাগত আবহাওয়ার পরিবর্তনে দেশের এক এক অংশে এক এক ধরনের বিপর্যয়ের সম্মুখিন সাধারণ মানুষ। উত্তর ভারতে যেখানে জারি হচ্ছে তাপপ্রবাহের সতর্কতা, সেখানে দক্ষিণের রাজ্যগুলিতে আবহাওয়া দফতরের বৃষ্টির জন্য লাল, কমলা সতর্কতা জারি। ১৯ মে পর্যন্ত তামিলনাড়ুর দক্ষিণের জেলাগুলিতে ভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। নীলগিরি এলাকায় জারি হয়েছে কমলা সতর্কতা। তার মধ্যেই পর্যটকদের ভিড় বাড়ছিল ওল্ড কোর্তাল্লাম জলপ্রপাতে। শুক্রবার দুপুরের দিকে হঠাৎই সেখানে হড়পা বান আসে।

সেই সময় অশ্বিন (১৭) নামের এক কিশোর জলে স্নান করতে নেমেছিল। হড়পা বানের পর তার আর খোঁজ পাওয়া যায়নি। এরপরই স্থানীয় পুলিশ প্রশাসন জলপ্রপাতে ঢোকা বন্ধ করে দেয়। দমকল বাহিনী নিখোঁজ কিশোরের খোঁজ শুরু করেছে।