প্রেমের প্রস্তাব দিলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা তরুণ ক্রিকেটার রিঙ্কু সিং। শুনে অবাক হলেন? হ্যাঁ ঠিকই শুনছেন, প্রেমের প্রস্তাব দিলেন কেকেআরের লাজুক রিঙ্কু। তবে এখানে রিঙ্কু প্রেমের প্রস্তাব দেন সতীর্থ নীতীশ রানাকে। যদিও গোটা ঘটনাটি ঘটেছে মজার ছলে। যেটি জানিয়েছেন নীতীশ নিজেই।
এদিন নীতীশ বলেন, বিমানে পাশাপাশি আসনে বসেছিলেন রিঙ্কু ও নীতীশ। সেখানেই নীতীশ জানান, তিনি রিঙ্কুকে প্রেমের প্রস্তাব দিতে বাধ্য করেছিলেন। নীতীশ বলেন, “আমি ওকে বলেছিলাম, একটা ভিডিয়ো করব। তুমি মনে করবে আমি একজন মহিলা। আমাকে প্রেমের প্রস্তাব দেবে। আমি তোমার কায়দা দেখতে চাই।” এই ঘটনায় রিঙ্কু প্রথমে রাজি না হলেও, শেষ পর্যন্ত নীতীশের কথা মেনে নিতে বাধ্য হন রিঙ্কু। হোটেলের লবিতে হাতে একটি ফুলদানি নিয়ে এগিয়ে আসছেন রিঙ্কু। তারপর হাঁটু মুড়ে বলছেন, “হাই বেবি, আমি তোমাকে প্রেমের প্রস্তাব দিচ্ছি।” এই ভিডিওটি দেখিয়েছেন নীতীশ। ভিডিওটি দেখে মুখ ঢেকে জোরে হাসতে শুরু করেন রিঙ্কু। হাসি চাপতে পারেননি নীতীশও। রিঙ্কুর প্রেমের প্রস্তাব দেওয়ার ভাইরাল ভিডিও । মন কেড়েছে নেটিজেনদের।
আরও পড়ুন- আইপিএল-এ ব্যর্থ হার্দিক এবার মুখ খুললেন নিজের অধিনায়কত্ব নিয়ে