‘‘বিজেপি (BJP) এবার লোকসভা ভোটে (Loksabha Election) জিতলেই ভারতের সংবিধানকে (Constitution) ধ্বংস করবে।’’ গত শুক্রবার যোগীরাজ্যের ঝাঁসিতে এই ভাষাতেই মোদি সরকারকে (Modi Govt) একহাত নিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী Rahul Gandhi)। রাহুল আরও বলেন, বাবাসাহেব আম্বেদকরের আদর্শকে মুছে দিয়ে সংবিধানে ‘সাম্প্রদায়িকতা ছোঁয়া’ আনতে ৪০০ আসনে জেতার কথা বলছেন মোদি। এবার রাহুলের মন্তব্যের পাল্টা দিলেন মোদি। ভারতীয় সংবিধান বদলের ইতিহাসের কথা তুলে ধরে গান্ধী-নেহরু পরিবারকেই ঘুরিয়ে নিশানা করলেন তিনি। মোদির স্পষ্ট অভিযোগ, , ‘দীর্ঘ চার প্রজন্ম ধরে সংবিধানকে ধ্বংস করেছে নেহরু-গান্ধী পরিবার।
উত্তরপ্রদেশে নির্বাচনী সভায় গিয়ে রাহুলের অভিযোগ, বিজেপি এবার লোকসভা ভোটে জিতলেই ভারতের সংবিধানকে ধ্বংস করবে। তবে সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে মোদি পাল্টা অভিযোগ তুলে বলেন, দেশে প্রথম বার সংবিধান বদল করেছিলেন কে? তিনি জওহরলাল নেহরু। বাকস্বাধীনতার উপর রাশ টানতেই প্রথমবার সংবিধান সংশোধন করা হয়েছিল। ইন্দিরা গান্ধী আদালতের রায়কে পাল্টে দিয়ে জরুরি অবস্থা জারি করেছিলেন বলেও এদিন অভিযোগ করেন মোদি। তাঁর আরও সংযোজন, রাহুলের বাবা রাজীব গান্ধী কী করেছিলেন? শাহবানো মামলায় সুপ্রিম কোর্টের রায় এড়ানোর জন্য সংবিধান সংশোধনের বিল পাশ করিয়েছিলেন।
তবে এদিন এখানেই থামেননি মোদি। ২০১৩ সালে রাহুল গান্ধী কংগ্রেস নেতৃত্বাধীন সরকারেরই অর্ডিন্যান্স ছিঁড়ে ফেলার কথা প্রকাশ্যে বলেছিলেন, সে কথাও এদিন মনে করিয়ে দিতে ভোলেননি মোদি। তবে রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটের প্রচারে বিনা যুদ্ধে একে অপরকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ মোদি-রাহুল। এবার সংবিধান পরিবর্তনের কথা বলতেই পাল্টা রাহুলকে ধুয়ে দিলেন মোদি।