বাড়িতে ঢুকে দুই বোনকে কুপিয়ে খুন! পাথরপ্রতিমায় ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে চাঞ্চল্য

0
2

বাড়িতে ঢুকে দুই বোনকে নৃশংসভাবে কুপিয়ে খুনের অভিযোগ! ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে উঠেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা (Patharpratima) ব্লকের ঢোলাহাট। পুলিশ সূত্রে খবর, দক্ষিণ চব্বিশ পরগনার (South 24 pgs) ঢোলাহাট থানার গুরুদাসপুর এলাকার বাসিন্দা ওই দুই বোনকে বৃহস্পতিবার রাতেই খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

স্থানীয় সূত্রে খবর, নিহত দুই বোনের নাম বিশা প্রামাণিক (৫৫) এবং বাসন্তী প্রামাণিক (৪৫)। দু’জনেই অবিবাহিত ছিলেন। ওই বাড়িতে তাঁরা দু’জনেই থাকতেন। তবে শুক্রবার সকালে স্থানীয় এক যুবক তাঁদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় বারান্দায় দুই বোনের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। পুলিশের অনুমান, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়েই ধারালো কোনও অস্ত্র দিয়ে তাঁদের কুপিয়ে খুন করা হয়েছে। তবে কে বা কারা কি উদ্দেশ্যে এমন কাণ্ড ঘটাল তা নিয়ে রহস্য দানা বাঁধছে।

ইতিমধ্যে পুলিশ দুই বোনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।