আবগারি দুর্নীতি মামলায় (Delhi Excise Corruption Case)জামিন পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। আপাতত কিছুটা স্বস্তিতে দিল্লির মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে লোকসভা নির্বাচনের (Loksabha Election Campaign) প্রচারে তিনি ব্যস্ত হলেও তাঁর দলকে টার্গেট করে এবার চার্জশিট জমা দিল কেন্দ্রীয় সংস্থা (ED)। শুক্রবার ইডি জানায়, কেজরির দল টাকা নিয়েছে। তাই আবগারি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলাতে ‘আম আদমি পার্টি’ (AAP)-র নাম চার্জশিটে রাখা হচ্ছে।
শুক্রবার দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্টে অতিরিক্ত চার্জশিট জমা দেয় ইডি (ED)। সেখানে নাম রয়েছে আম আদমি পার্টি (AAP) ও দলের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের। ইডির আইনজীবী, অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু জানান, বিশেষ আদালতে বিচারাধীন আবগারি দুর্নীতির মামলায় অভিযুক্ত হিসাবে কেজরির দলের নামও উল্লেখ করা হয়েছে। ওই মামলায় একটি অতিরিক্ত চার্জশিট যুক্ত করে আপকে দুর্নীতিতে অভিযুক্ত করা হবে বলেও শীর্ষ আদালতকে জানান তিনি। এই মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী, দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী -সহ আপের শীর্ষ নেতৃত্বের অনেককেই জড়িয়েছে ইডি। এবার ‘আপ’ (AAP)সংক্রান্ত আর কী কী তথ্য প্রকাশ্যে আসে সেটাই দেখার। অনেকেই মনে করছেন এর ফলে আপের রাজনৈতিক ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়তে চলেছে।