এ কী চেহারা, কার্তিক আরিয়ানকে দেখে আঁতকে উঠলেন অনুরাগীরা!

0
1

বলিউড সুপারস্টারের এ কী অবস্থা! টোনড অ্যাবস, ঘামে ভেজা শরীর- এ যে অবিশ্বাস্য। গত ২৪ ঘণ্টা ধরে এই নিয়েই চর্চা স্যোশাল মিডিয়ায়। বুধবার সকালে কার্তিক আরিয়ানের (Kartik Aryan)ভক্তরা প্রিয় নায়কের ছবি দেখে চিনতে পারেননি। দেখা গেছিল তাঁর উন্মুক্ত পেশিবহুল শরীর, সারা গায়ে কাদা মাখা, ঘেমে স্নান করে দৌড়াচ্ছেন। পরনে ছিল শুধুমাত্র একফালি কাপড়। বৃহস্পতিবার মুখে কালী মাখা ছবিটা একটু ভাল করে দেখেই বোঝা গেল ইনিই কার্তিক আরিয়ান। প্রস্থেটিকের সাহায্য নেওয়া হয়েছে বলে অনেকেই দাবি করেছিলেন। আসলে সবটাই করা হয়েছে ‘চন্দু চ্যাম্পিয়ন’-এর (Chandu Champion)জন্য।

মুরলিকান্ত পেটকরের (Murlikant Petkar)জীবনী সিনেপর্দায় তুলে ধরতে কবীর খানের পরিচালনায় একদম নতুন লুকে ধরা দিয়েছেন কার্তিক। ‘সত্যপ্রেম কী কথা’ ছবিতে খুব স্বাভাবিক মেকআপে পর্দায় হাজির হয়েছিলেন এক গম্ভীর বার্তা দিতে। কিন্তু এই সিনেমা সম্পূর্ণ আলাদা। গৌরবময় ভারতীয় সেনাবাহিনীর একজন সৈনিকের ভূমিকায় অভিনয় করা নিয়ে উচ্ছ্বসিত কার্তিক। অভিনেতার শরীরে বিভিন্ন অ্যাবস দেখে ভক্তেরা সত্যিই মুগ্ধ। সিনেমা মুক্তি পাবে আগামী ১৪ জুন।