চন্দ্রযান ৩ এর (Chandrayan 3)সফল অবতরণ এবং সূর্যপৃষ্ঠে আদিত্য এল ওয়ানের (Aditya L-1) প্রতিস্থাপনের পর এবার লালগ্রহকে টার্গেট করছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)। সব ঠিক থাকলে ২০২৬ সালের শেষের দিকেই মঙ্গল (Mars)গ্রহে অবতরণ করতে চলেছে ভারত। চূড়ান্ত প্রস্তুতি চলছে। যদি এক্সপেরিমেন্ট সফল হয় তবে আরও এক ইতিহাস তৈরি করবে ইসরো। আমেরিকা ও চিনের পর কোনও দেশ পৃথিবীর বাইরে কোনও গ্রহে নামবে। আর সেই নামটাই হতে চলেছে ভারতের।
২০৩০ সালের শেষে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা রয়েছে ইসরোর বিজ্ঞানীদের। সেইমতো গগনযান নিয়ে একাধিক পরীক্ষানিরীক্ষা চলছে। এর পাশাপাশি চন্দ্রযান ৩ পাঠানোর জন্য অঙ্ক কষা শুরু হয়েছে। মনে করা হচ্ছে মঙ্গলযানের সাফল্যের উপর ভিত্তি করেই মঙ্গলযান -২ নিয়ে আশাবাদী গবেষকরা। মার্স অরবিটার মিশন ২ এর মাধ্যমে লালগ্রহের মাটিতে পরীক্ষা চালাতে এবার ৪টি পেলোড পাঠাবে ISRO। ২০২৬ সাল নাগাদ মঙ্গলের মাটিতে ইতিহাস গড়বে ভারত।