চলতি আইপিএল-এ একেবারেই ব্যর্থ মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তাঁর অধিনায়কত্ব নিয়ে উঠেছে বার বার প্রশ্ন। এখনও পর্যন্ত ১৩ ম্যাচে মাত্র চারটিতে জিতেছেন তিনি।আজ শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে নামছে দল । তার আগে নিজের নেতৃত্ব নিয়ে মুখ খুললেন হার্দিক। জানালেন, তিনি ফলাফল নিয়ে একেবারেই ভাবেন না।

এই নিয়ে হার্দিক বলেন, “ আমি ফলাফলের উপর নির্ভর করি না। আমি খেলোয়াড়দের মানসিকতা ও তাদের প্রচেষ্টার দিকে খেয়াল রাখি। যদি আমি দেখি ওরা দলের জন্য খেলছে, তাহলে আমার কোনও সমস্যা নেই। কারণ, আমি জানি, দলের জন্য খেললে একদিন আমরা সফল হবই।” এখানেই না থেমে হার্দিক আরও বলেন, “ আমার অধিনায়কত্বের ধরন খুবই সহজ। আমি দলের বাকি ১০ সতীর্থের সঙ্গে মিলে খেলি। মন্ত্রটা খুব সহজ। বাকিদের দিকে নজর দেওয়া, ওদের উপর ভরসা দেখানো, ওদের ভালবাসা আমার কাজ। আমি শুধু ওদের কাছে একটাই দাবি করি। মাঠে নেমে নিজের ১০০ শতাংশ দাও।“

চলতি আইপিএল-এ একেবারেই ব্যর্থ মুম্বই। ব্যর্থ হার্দিকও। ১৩টি ম্যাচে ২০০ রান করেছেন তিনি। গড় ১৮.১৮। স্ট্রাইক রেট ১৩৮। তাঁর সর্বাধিক রান ৪৬। বল হাতে ১৩টি ম্যাচে ৩৪ ওভার বল করেছেন হার্দিক। নিয়েছেন ১১টি উইকেট। ওভার প্রতি ১০.৫৮ রান দিয়েছেন তিনি।
আরও পড়ুন- নিজের অবসরের কথা পরিবার ছাড়াও এই কাছের বন্ধুকে বলেছিলেন সুনীল









































































































































