নিজের অবসরের কথা পরিবার ছাড়াও এই কাছের বন্ধুকে বলেছিলেন সুনীল

0
2

গতকালই আন্তর্জাতিক ফুটবল ঠেকে অবসরের কথা জানিয়েছেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। ৬ জুন যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত-কুয়েত ম্যাচের পরে তুলে রাখবেন টিম ইন্ডিয়ার জার্সি। গতকালই সুনীল জানিয়েছিলেন অবসরের কথা প্রথমে তিনি জানান তাঁর পরিবারকে। তবে শুধু পরিবার নয়, সুনীল পরিবার বাঁদে জানিয়েছিলেন আরো একজনকে। আর তিনি হলেন তাঁর কাছের বন্ধু তথা ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। নিজের অবসরের কথা বিরাটকে জানান সুনীল।

এই নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পোস্ট করা একটি ভিডিওতে সুনীলের অবসর নিয়ে মুখ খুলেছেন বিরাট। তিনি বলেন, “ও আমাকে মেসেজ করেছিল। জানিয়েছিল, ও কী ঘোষণা করতে চাইছে। এই সিদ্ধান্ত নিয়ে ও খুব শান্তিতে ছিল। গত কয়েক বছরে আমি ওকে অনেক কাছ থেকে দেখেছি। ভবিষ্যতের জন্য সুনীলকে শুভেচ্ছা। ও খুব ভাল মানুষ।“ সুনীলও এই নিয়ে বলেন, “ অবসরের সিদ্ধান্ত নিয়ে বিরাট কোহলির সঙ্গে কথা বলেছি। কারণ আমরা ভালো বন্ধু। একে অপরকে ভালো বুঝি। তাই ওর সঙ্গে কথা বলি। আর বিরাটকে ১৮ তারিখের জন্য শুভেচ্ছাও জানিয়েছি।“

গতকালই নিজের অবসরের কথা জানান সুনীল। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে বলেন, “গত ১৯ বছরে অসহ্য চাপ এবং দেশের হয়ে খেলার আনন্দ, দুটোই আমার সঙ্গে সব সময় ছিল। ব্যক্তিগত ভাবে আমি কোনও দিন ভাবতে পারিনি দেশের হয়ে এত গুলো ম্যাচ খেলব, ভাল হোক বা খারাপ, এত কিছু করতে পারব। এখন আমি সেটা পেরেছি। গত এক-দেড় মাসে আমি সেটা পেরেছি এবং খুব অদ্ভুত লেগেছে। হয়তো করতে পেরেছি কারণ, আমি বুঝতে পেরেছিলাম পরের ম্যাচটা আমার শেষ ম্যাচ হতে চলেছে।“

আরও পড়ুন- টি-২০ ব্যাটিং-এ শীর্ষে SKY, অলরাউন্ডারদের তালিকায় প্রথম দশে হার্দিক