অসমাপ্ত প্রেমে প্রাক্তনের প্রতিহিংসা! ‘অযোগ্য’ ট্রেলারে প্রশ্নের মুখে সম্পর্কের রসায়ন

0
2

কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)পরিচালিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তর (Prosenjit Chatterjee & Rituparna Sengupta)জুটির পঞ্চাশতম ছবি ‘ অযোগ্য’ (Ajogyo) ঘিরে শুরু থেকেই আগ্রহ বাড়ছিল। শ্রেয়া ঘোষালের কণ্ঠে প্রথম গান প্রকাশ্যে আসতেই উত্তেজনা বাড়ছিল। এবার এল ট্রেলার। প্রাক্তন জুটির রসায়নের সঙ্গে আবার ‘রক্তিম’ রূপে জুড়ে গেলেন গায়ক – অভিনেতা শিলাজিৎ (Shilajit)। প্রেম, প্রতিহিংসা আর অসম্পূর্ণ গল্প নিয়ে ভালবাসার যোগ্যতাকে প্রমাণের চেষ্টা করলেন পরিচালক।

‘দৃষ্টিকোণ’ এবং ‘অর্ধাঙ্গিনী’ কৌশিকের মুন্সিয়ানাকে বাঙালি দর্শকের কাছে বড় প্রত্যাশিত করে তুলেছে। তাই ‘অযোগ্য’ (Ajogyo Movie Trailer)ছবির ট্রেলারে প্রেম, রক্ত আর প্রতিহিংসার গল্পের আন্দাজ পেতেই ভিউ বাড়ছে লাফিয়ে। ট্রেলারের আভাস বলছে ছোটবেলার সঙ্গী প্রসেন ও পর্ণা (এই চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনয় করছেন)। ভাল এক বন্ধুত্বের গল্প পরিণতি পাওয়ার আগেই হয়তো অসম্পূর্ণতা এসে ধরা দেয় জীবনে। অতএব সম্পর্ক হয় প্রাক্তন, আর পর্ণার বর্তমান জীবনসঙ্গী হয় রক্তিম। কিন্তু সেই গল্পটাও কি সুখের? কৌশিকের ভাবনায় সেখানেও আছে টুইস্ট! আগামী ৭ জুন সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘অযোগ্য’। টলিউডের সবচেয়ে জনপ্রিয় জুটির সিনেমার হাফসেঞ্চুরি বক্স অফিসকে নতুন কোন রেকর্ড উপহার দেয় এখন সেটাই জানার অপেক্ষা।