এয়ারপোর্টের মধ্যেই প্লেনের সঙ্গে জোরালো ধাক্কা টাগ ট্রাক্টরের। পুনে বিমানবন্দরে ব্যাপক ক্ষতিগ্রস্ত এয়ার ইন্ডিয়ার বিমান। তবে যাত্রীরা সুরক্ষিত বলে দাবি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের। সফটওয়্যার সমস্যা থেকে পরিচালনগত ক্রুটি, বিতর্ক যেন পিছুই ছাড়ছে না বিমান সংস্থার।
পুনে ইন্টারন্যাশানাল এয়ারপোর্টে রানওয়েতে যাওয়ার সময় বিমানবন্দরের একটি টাগ ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয় দিল্লিগামী বিমানের। সেই সময় বিমানটিতে ১৮০ জন যাত্রী ছিলেন। বিমানের নোজ ও ল্যান্ডিং গিয়ার সংলগ্ন টায়ার ক্ষতিগ্রস্ত হয় বলে জানানো হয়েছে এয়ার ইন্ডিয়ার তরফে। তবে যাত্রী ও বিমানকর্মীরা সুরক্ষিত রয়েছে বলেই দায় খালাস করে কর্তৃপক্ষ।