সোশ্যাল মিডিয়ায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে করা ‘কুরুচিকর’ মন্তব্যের ভিডিওর (ভিডিও-র সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) প্রেক্ষিতে পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। শো কজ করা হল পদত্যাগী বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। সেই সঙ্গে ভিডিও-তে থাকা বক্তব্য নিয়ে কড়া সমালোচনা করা হয় কমিশনের তরফে। তবে বিজেপির অন্যান্য পদাধিকারী ও বিজেপি নেতাদের মতো বড় কোনও পদক্ষেপ থেকে রেহাই পেলেন অভিজিৎ। কমিশনের দিক থেকে শো কজ ও ভর্ৎসনাতেই সব পদক্ষেপ সম্পূর্ণ হয় যায়।
বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের তরফে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কদর্য আক্রমণের ভিডিও নিয়ে। শুক্রবারই কমিশন সেই অভিযোগের ভিত্তিতে ভর্ৎসনা করে তমলুকের বিজেপি প্রার্থীকে। কমিশনের তরফে এই বক্তব্যকে “বিচার বুদ্ধিহীন, শালীনতার সীমালঙ্ঘনকারী ও কুরুচিকর” বলে দাবি করা হয়। এর প্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয় তাঁর নামে। সোমবার বিকাল ৫টার মধ্যে এই নোটিশের উত্তর দেওয়ার নির্দেশও দেওয়া হয়।
তবে বিজেপির সব অপরাধেই যেন সাত খুন মাফ। প্রধানমন্ত্রী থেকে তাবড় তাবড় বিজেপি নেতাদের বড় বড় অপরাধও কমিশনের কাছে গুরুত্ব পায় না। নরেন্দ্র মোদির নামে অন্তত তিনবার নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ দায়ের হওয়ার পরও কারণ দর্শানোর নোটিশ প্রধানমন্ত্রীকে না দিয়ে বিজেপি সভাপতি জে পি নাড্ডাকে পাঠানো হয়। এবার তাঁর আশীর্বাদধন্য নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেও কারণ দর্শানোর নোটিশ দিয়েই নিজেদের দায় উদ্ধার করেছে কমিশন।