অবসরের পর কী করবেন বিরাট? জানালেন নিজেই

0
1

এবার নিজের অবসর নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বিরাট কোহলি। নিজের অবসরের পর কি করবেন আর কি করবেন না, তা নিয়ে মুখ খুললেন বিরাট। তবে এখনই অবসর নেওয়ার কোন পরিকল্পনা তাঁর নেই বলে জানান কোহলি। চলতি আইপিএল-এ দুরন্তে ফর্মে বিরাট। এখনও পর্যন্ত ১৩টি ম্যাচে ৬৬১ রান করে কমলা টুপির দৌড়ে রয়েছেন তিনি। রয়েছেন টি-২০ বিশ্বকাপেও।

এদিন নিজের অবসর নিয়ে আরসিবি-র একটি ভিডিওতে কোহলি বলেন, “কোনও কাজ অসমাপ্ত রেখে যেতে চাই না। আমি চাই না কোনও আক্ষেপ রাখতে। আমি নিশ্চিত যে সেটা হয়তো থাকবেও না। তবে একবার আমার কাজ শেষ হয়ে গেলেই চলে যাব। তারপর অনেক দিন আমাকে দেখতে পাবেন না। যতদিন খেলছি ততদিন নিজের সেরাটা দিতে চাই। এই বিষয়টাই আমাকে সর্বক্ষণ তাড়িয়ে বেড়ায়।”

এরপর কোহলি আরও বলেন, “ ক্রীড়াবিদ হিসাবে আমাদের একটা মেয়াদ থাকে। আমি তাই পিছনের দিকে তাকাচ্ছি না। কোনও নির্দিষ্ট দিনে আমি কী করতে পারতাম সেটা ভাবতে ভাবতে কেরিয়ার শেষ করতে চাই না। কারণ সারা জীবন খেলা চালিয়ে যেতে পারব না।”

আরও পড়ুন- এবার গোয়েঙ্কার সমালোচনায় শামি, কী বললেন তিনি?