এবার গোয়েঙ্কার সমালোচনায় শামি, কী বললেন তিনি?

0
2

এবার লখনউ সুপার জায়ান্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সমালোচনা করলেন ভারতের তারকা বোলার মহম্মদ শামি। সম্প্রতি সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ হারের পর কএল রাহুলকে প্রকাশ্যে ভর্ৎসনা করেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। যদিও পরে রাহুলকে নিজের বাড়িতে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন লখনউ কর্ণধার। তাও শামির ক্ষোভ যাচ্ছে না। আর সেই নিয়ে এবার মুখ খুললেন শামি।

এই নিয়ে শামি বলেন, “ ক্রিকেটারদের একটা সম্মান আছে। আর মালিক নিজেও এক জন সম্মানীয় ব্যক্তি। অনেক মানুষ আপনাকে দেখছে। আপনার দেখে শিখছে। ক্যামেরার সামনে যদি এমন হয়, তাহলে সেটা খুব লজ্জাজনক ঘটনা।”

হায়দরাবাদের কাছে হারের পর , প্রকাশ্যে মাঠে নেমে রাহুলকে ভর্ৎসনা করেন সঞ্জীব গোয়েঙ্কা। বাউন্ডারির ধারে দাঁড়িয়ে রাহুলকে হাত নেড়ে নেড়ে অনেক কিছু বোঝাতে থাকেন। তাঁর আচরণ দেখেই বোঝা যাচ্ছিল দলের এই হারে তিনি খুশি নন। সঞ্জীব গোয়েঙ্কার দাপটের সামনে রাহুল কিছু বলতেই পারেননি। তিনি চুপচাপ মাথা নীচু করে দাঁড়িয়েছিলেন। সেই ঘটনা একেবারেই ভালোভাবে নেননি ক্রিকেটপ্রেমিরও। সোশ্যাল মিডিয়ায় ভরে গিয়েছিল গোয়েঙ্কার সমালোচনা। যদিও এই ঘটনার পর গত সোমবার রাহুলকে বাড়িতে নৈশভোজে ডেকেছিলেন লখনউ-এর মালিক। বাড়িতে ডেকে অধিনায়ককে বুকে টেনে নেন তিনি।

আরও পড়ুন- অবসরের ঘোষণা সুনীলের, বন্ধুর সিদ্ধান্তের কথা শুনেই বিরাট বার্তা কোহলির, কী লিখল ফিফা?